নিয়মাবলী
রেজিস্ট্রেশন সংক্রান্ত নিয়মাবলী
☞
গাজীপুর মহানগরীর যে কোন স্কুল এবং মাদরাসার ৩য়-৯ম শ্রেণির ছাত্র-ছাত্রীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
☞
বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য রেজিস্ট্রেশন ফরম শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ, সরাসরি ফাউন্ডেশনের ওয়েবসাইট অথবা মনোনীত প্রতিনিধি হতে সংগ্রহ করা যাবে।
☞
রেজিস্ট্রেশনের ফরম সংগ্রহ ও জমা দেয়ার শেষ তারিখ ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ ইং।
☞
পরীক্ষার সম্ভাব্য তারিখ ২৪ই অক্টোবর, ২০২৫ ইং।
☞
বৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন ফি:
- তৃতীয় শ্রেণী - পঞ্চম শ্রেণী : ২৫০/-
- ষষ্ঠ শ্রেণী - নবম শ্রেণী : ৩০০/-
অনলাইনে আবেদেনের প্রয়োজনীয় নির্দেশনা
১ম ধাপ
➥
গত বছর পরীক্ষা দিয়ে থাকলে টিক চিহ্ন দিয়ে ২ বার মোবাইল নম্বর দিয়ে Search বাটনে ক্লিক করুন।
➥
গত বছরের সকল তথ্য দেখাবে, প্রয়জনীয় তথ্য পরিবর্তন করুন ও ছবি যুক্ত করে Register বাটনে ক্লিক করুন।
➥
নতুন রেজিস্ট্রেশন করলে প্রয়োজনীয় তথ্য প্রদান করে রেজিস্ট্রেশন সম্পাদন
➥
সফল ভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনকে একটি স্টুডেন্ট আইডি পাবেন ।
➥
পরবর্তী কার্যক্রমগুলোর জন্য আপনার প্রদত্ত ফোন নাম্বার ও প্রাপ্ত স্টুডেন্ট আইডিটি সংরক্ষণ করে রাখুন ।
২য় ধাপ
➥
আমাদের
নগদ পারসোনাল: 01962487601 /
বিকাশ পারসোনাল: 01962487601 /
রকেট পারসোনাল: 01962487601 /
এর মাধ্যমে রেজিস্ট্রেশন ফি প্রদান করুন।
➥
আমাদের নগদ / বিকাশ / রকেট ট্রানজেকশনের সময় আপনার স্টুডেন্ট আইডি নাম্বারটি রেফারেন্স হিসেবে প্রদান করুন। ।
➥
বাটনে ক্লিক করে আপনার মোবাইল নম্বর,
স্টুডেন্ট আইডি (রেজিস্ট্রেশন এর সময় যে নম্বর দিয়েছিলেন) ও
নগদ / বিকাশ / রকেট
ট্রানজেকশন আইডি প্রদান করে
বাটনে ক্লিক করুন।
➥
অফিস থেকে আপনাকে ৩-৪ কার্যদিবসের মধ্যে এস,এম,এসের মাধ্যমে রেজিস্ট্রেশন কনফার্ম করা হবে,
ততক্ষন আপনার
নগদ / বিকাশ / রকেট এর ট্রানজেকশন আইডি টি সংরক্ষন করুন।