বৃত্তি কার্যক্রম'২৫ এর শুভ উদ্বোধন

প্রকাশের তারিখ: 29 Jun, 2025

বৃত্তি কার্যক্রম'২৫ এর শুভ উদ্বোধন

দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন, গাজীপুর’এর বৃত্তি কার্যক্রম'২৫ এর শুভ উদ্বোধন , শিক্ষার বিকাশ ও মানবসম্পদ উন্নয়নে নিবেদিত ছাত্রকল্যাণ মূলক প্রতিষ্ঠান দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন, গাজীপুর-এর বৃত্তি কার্যক্রম ২০২৫ আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। নগরীর এক মিলনায়তনে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সিলেবাস বিতরণ ও রেজিস্ট্রেশন ফরম পূরণের মাধ্যমে এবারের কার্যক্রমের সূচনা হয়। অনুষ্ঠানে ফাউন্ডেশনের সদস্য সচিব জনাব মোঃ জাকির হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তি কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ফাউন্ডেশনের পরিচালক জনাব মোঃ রেজাউল ইসলাম। তিনি বলেন,"দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে থাকে। শিক্ষার্থীদের মেধা মনন বিকাশে নিয়মিত বিতর্ক, রচনা, সাহিত্য আড্ডা, গান, আবৃত্তি প্রতিযোগিতা স্বাস্থ্যসেবা নিশ্চিত করনে নিয়মিত ফ্রি ব্লাড গ্রুপিং,ফ্রি ডেন্টাল ডেস্ক,চক্ষুশিবির এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ অভিযান,ক্যাম্পাস পরিচ্ছন্ন ইত্যাদি আয়োজন করে থাকে। এ সময় তিনি অতিথি, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী ও অভিভাবক দের কাছে ফাউন্ডেশনের সামগ্রিক কাজে সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।" উদ্বোধনী অনুষ্ঠানে বৃত্তি পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে আনুষ্ঠানিকভাবে বৃত্তি কার্যক্রম সামগ্রী হস্তান্তর করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব মনিরুজ্জামান, নির্বাহী সদস্য আরিফ হোসাইন, সাইদুর রহমান, আল আমিন হাসান সহ অন্যান্য সদস্য বৃন্দ। ২০১৪ সাল থেকে 'দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন' গাজীপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সুনামের সঙ্গে শিক্ষা, নৈতিকতা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠার শুরু থেকেই সংস্থাটির অন্যতম প্রধান উদ্যোগ হলো—বৃত্তি কার্যক্রম। শিক্ষার্থীদের মেধা যাচাই করে বাছাই করা এবং উপযুক্তদের মধ্যে বৃত্তি প্রদান এই প্রকল্পের মূল লক্ষ্য।